শুক্রবার ১৪ মার্চ ২০২৫ - ১১:০৪
ক্রোধ নিয়ন্ত্রণ না করার পরিণতি

হাদিসটি আমাদেরকে শেখায় যে, ক্রোধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে তার বুদ্ধিমত্তাও হারিয়ে ফেলে। তাই আমাদের উচিত ক্রোধ নিয়ন্ত্রণ করা এবং শান্ত থাকা।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,

مَن لَم يَملِكْ غَضَبَهُ لَم يَملِكْ عَقلَهُ

যে ব্যক্তি তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার বুদ্ধিমত্তাকেও নিয়ন্ত্রণ করতে পারে না (অর্থাৎ যে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের বুদ্ধিমত্তা থেকে উপকৃত হতে পারে না)। 

[উসুলে কাফি: খণ্ড- ২, পৃষ্ঠা- ৩০৫, হাদিস- ১৩]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha